জাতীয় পযায়ঃ আহসান মন্জিল, পলাশী ব্যরাক, আজিমপুর কলোনী, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, হাইকোর্ট ভবন, সেক্রেটারিয়েট, চামেলী হাউজ থেকে শুরু করে আজকের বাংলাদেশ আমলে নির্মিত সংসদ ভবন, জাতীয় স্মৃতিসৌধ, সুপ্রিম কোর্ট, ন্যাম ভবন, ভাসানী নভো থিয়েটার, মেডিকেল কলেজ, স্বাধীনতা স্তম্ভসহ অসংখ্য নির্মাণ কাজে এই গণপূর্ত অধিদপ্তর ভূমিকা রেখে চলছে।
জেলা পযায়ঃ জেলা জজ আদালত ও বাস ভবন, জেলা প্রসাশকের অফিস ও বাস ভবন, পুলিম সুপারের অফিস ও বাস ভবন, সিভিল সার্জনের অফিস ও বাস ভবন, নির্বাহী প্রকৌশলীর অফিস ও বাস ভবন, সার্কিট হাউজ, গেজেটেড কোয়ার্টার, জেলা কারাগার, পুলিশ লাইন, বিভিন্ন থানা ভবন, ফায়ার ষ্টেশনসমুহ পুলিশ বিভাগের বিভিন্ন স্থাপনা নির্মাণ এবং সাম্প্রতিক সময়ে নির্মিত কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টি.টি.সি), জেলা সার্ভার ষ্টেশন, পুলিশ সুপারের কার্যালয়ের উর্দ্ধমূখী সম্প্রসারণ, জেলা পুলিশ লাইনের পুলিশ ব্যারাক ভবন নির্মাণ, জেলা পুলিশ লাইনের মহিলা পুলিশ ব্যারাক ভবন নির্মাণ, বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ, সদর পুলিশ ফাঁড়ি টাইপ-২, আনসার ভি.ডি.পি ব্যাটালিয়ন সদর দপ্তর, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, সদর হাসপাতাল ১০০ শয্যা হতে ২৫০ শয্যায় উন্নতি করণসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা কর্মচারীগণের সরকারী আবাসকি ভবন এবং অফিস ভবন সমূহের প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ সম্পর্কিত সমস্যা সমূহ স্বল্পতম সময়ে প্রত্যাশিত মান অনুযায়ী চিহ্নিতকরণ ও দূরীকরণ এবং গণপূর্ত অধিদপ্তর তার উদ্ভাবনী ক্ষমতা ও দক্ষতা দ্বারা সর্বনিন্ম ব্যয়ে সর্বোচ্চ সেবা প্রদান অব্যাহত রেখেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS